ব্যাকটেরিয়া-নাশক সাবান কাজ না করার কারণ!
ব্যাকটেরিয়া-নাশক সাবানের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলছে। কিন্তু পর্যাপ্ত সময় নিয়ে সঠিকভাবে এই সাবান ব্যবহার না করার ফলে তা কোনো উপকারে আসছে না। এমনটাই দাবি করেছেন এক মার্কিন গবেষক। ‘লাইভ সায়েন্স’ সাময়িকীর বরাত দিয়ে বুধবার ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনির্ভাসিটির সেন্টার ফর ইনভায়রনমেন্টাল সিকিউরিটির র্যালফ হালডেন দাবি করেছেন, ব্যাকটেরিয়া-নাশক সাবান জনপ্রিয় হলেও অধিকাংশ মানুষ তা সঠিকভাবে ব্যবহার করেন না। এ কারণে এ ধরনের সাবানের কার্যকারিতা খুবই কম বা...
Posted Under : Health News
Viewed#: 20
See details.

